আফগানিস্তান সিরিজে খেলতে আশাবাদী তামিম
আগামী জুনের শুরুতেই ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা বাংলাদেশের। সে সিরিজে হাঁটুর চোটে ভুগতে থাকা তামিম ইকবালের মাঠে নামা নিয়ে জেগে উঠেছে শঙ্কা। তবে বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান আশা করছেন আফগানদের বিপক্ষে খেলতে পারবেন তিনি।
হাঁটুর চোট নিয়েই খেলেছেন তামিম খেলেছেন নিদাহাস ট্রফিতে। পরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে চোটটা হয় আরও জোরালো। বিশ্রামে থাকার পাশাপাশি তামিমের সময় কাটছে পুনর্বাসনের মধ্যে থেকেই।
মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেশসেরা এই ব্যাটসম্যান আশাবাদ ব্যক্ত করেছেন দেরাদুনে আফগানদের বিপক্ষে মাঠে নামার ব্যাপারে। তামিমের ভাষ্যে, ‘আমি পুনর্বাসন শুরু করেছি চার দিন হল। ঠিক মতো যদি এ প্রক্রিয়া শেষ করতে পারি তবে আফগানদের বিপক্ষে সিরিজের আগেই সুস্থ হওয়ার আশা রাখি।’
পিএসএল শেষের দিকে তামিম আর মাঠে নামেননি পেশোয়ারের হয়ে। চোটাক্রান্ত হাঁটু নিয়ে সোজা উড়ে গিয়েছিলেন ব্যাংককে। সেখানে চিকিৎসকদের পরামর্শ নিয়ে আবার দেশে ফিরে এসে এই মুহূর্তে অবসরেই আছেন তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যান। আপাতত তামিমকে ৫-৬ সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।