দুই শতকে ভর করে আবাহনীর রানের পাহাড়
ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ ও আবাহনী লিমিটেডের মধ্যকার ম্যাচটি আজ বিকেএসপির মাঠে গড়িয়েছে। উত্তেজনাকর এমন ম্যাচে মাঠে নেমেই দুই সেঞ্চুরির ওপর ভর করে বড় সংগ্রহ করেছে আবাহনী। দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ও জাতীয় দলের তারকা ক্রিকেটার নাসির হোসেনের দ্বৈত শতকের ওপর ভর করে রূপগঞ্জের দিকে ৬ উইকেটে ৩৭৪ রানের বড় সংগ্রহ ছুড়ে দিয়েছে আবাহনী।
সুপার লিগের এই ম্যাচের টসে জিতে আবাহনীকে ব্যাট করার আমন্ত্রণ জানায় রূপগঞ্জ। শুরু থেকেই ভালো সংগ্রহের ইঙ্গিত দিয়ে খেলতে থাকে আবাহনী। উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয় ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলে আবাহনীর দারুণ সূচনা করেন। বিজয়ের বিদায়ের পর আবাহনীর হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও নাসির হোসেন। দুজনের ব্যাট থেকে আসে দারুণ দুটি শতক। শান্ত ১০৭ বলে স্কোরকার্ডে জমা করেন ১১৩ রান। অন্যদিকে, নাসিরের ব্যাট থেকে আসে ৯১ বলে ১২৭ রান। দ্রুতগতির এই ইনিংস তিনি সাজিয়েছেন ১৫টি চার ও চারটি ছয়ের সাহায্যে। বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যাট থেকে আসে অপরাজিত ২৮ রান।
আবাহনীর ওপেনার শান্ত টানা তিন ম্যাচেই আছেন দারুণ ফর্মে। এর আগের দুই ম্যাচে তাঁর রান যথাক্রমে ১২১ ও ৫৭। এই লিগে তাঁর ব্যাট থেকে আসে চারটি শতক। মোহাম্মদ আশরাফুলের পর (পাঁচটি শতক) এই লিগে তিনিই সফল ব্যাটসম্যান।
ভারতের বোলার পারভেজ রাসেল রূপগঞ্জের পক্ষে ৪২ রান খরচায় তিনটি উইকেট লাভ করেন। ৩৭৫ রানের পাহাড় টপকানোর লক্ষ্যে এখন ব্যাট করছে রূপগঞ্জ।