এবার সাজা মেনে নিলেন ওয়ার্নারও

বল টেম্পারিং-কাণ্ডে নিষিদ্ধ হওয়া অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার কিছু না জানালেও তাঁর সিদ্ধান্তও হবে বাকি দুজনের মতই, তেমনটা ছিল অনুমেয়ই। হয়েছেও তাই, এবার ওয়ার্নারও জানালেন বোর্ডের দেওয়া সাজা মেনে নিয়েছেন তিনি।
টুইটার বার্তায় ওয়ার্নার জানিয়ে দিয়েছেন, তিনি অস্ট্রেলীয় বোর্ডের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছেন না। আজ বৃহস্পতিবার ছিল নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার শেষ দিন। গতকাল ক্রিকেট অস্ট্রেলিয়ার(সিএ) দেওয়া নিষেধাজ্ঞা মেনে নিয়েছিলেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট।
নিজের টুইটারে ওয়ার্নার লিখেছেন, ‘বোর্ডের দেওয়া শাস্তি আমি মেনে নিচ্ছি। আমি সত্যিই আমার কাজের জন্য ভীষণ অনুতপ্ত। একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি একজন ভালো সতীর্থ ও তরুণদের আদর্শ হওয়ার জন্য সবকিছু করব আমি।’
কেপটাউন টেস্টে বলের আকৃতি পরিবর্তনের ঘটনায় জড়িত থাকা তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল সিএ। স্মিথ ও ওয়ার্নারকে এক বছর নিষেধাজ্ঞা দেওয়ার সঙ্গে তরুণ ব্যানক্রফটকে নয় মাসের জন্য নিষিদ্ধ করেছিল অস্ট্রেলীয় বোর্ড।
তিনজনই শাস্তি মেনে নেওয়ায় আপাতত বোর্ড না চাইলে আর দলে ফিরতে পারছেন না কেউই। দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ টেস্টে ওয়ার্নার আর স্মিথের অভাবটা ভালোই ভুগিয়েছে ক্যাঙ্গারুদের। যদি চলতে থাকে এমনটাই তবে যে বেশ কঠিন একটা সময়ের মধ্য দিয়েই যেতে হবে অস্ট্রেলিয়া দলকে, সেটা বলা বাহুল্য।