চোট কেড়ে নিল রাবাদার আইপিএল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক টেস্ট সিরিজ কাটিয়ে কাগিসো রাবাদা প্রস্তুত হচ্ছিলেন আইপিএল লড়াইয়ের জন্য। সফরকারীদের বিপক্ষে ঘরের মাঠে ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার জিতে নেয়া এই পেসার অবশ্য টুর্নামেন্ট শুরুর আগেই শুনলেন দুঃসংবাদ। পিঠের চোটে থাকতে পারছেন না আইপিএলের ১১তম আসরে।
জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেই টের পাচ্ছিলেন পিঠের ব্যথা। এবার চিকিৎসক জানালেন তাঁকে থাকতে চোট সারিয়ে মাঠে নামতে হলে রাবাদাকে অপেক্ষা করতে হবে তিন মাস। ততদিনে আইপিএলটাই হয়ে যাবে শেষ।
তাই দিল্লী ডেয়ারডেভিলসের জার্সিতে মাঠে নামতে হলে রাবাদাকে অপেক্ষা করতে হবে পরের আইপিএল পর্যন্ত। রাবাদার অনুপস্থিতিতে তাই ডেয়ারডেভিলসের আরেক পেসার ট্রেন্ট বোল্টকে মাঠে লড়তে হবে মোহাম্মদ শামিদের সঙ্গে নিয়ে।
টেম্পারিং ইস্যুতে রাজস্থান রয়্যালস দলে স্টিভেন স্মিথ আর সানরাইজার্স হায়দরাবাদ দলে নেই ডেভিড ওয়ার্নার। চোটের কারণে কলকাতা পাচ্ছেনা দুই অসি পেসার মিচেল স্টার্ক ও নাথান কোল্টার-নিলকে। এবার রাবাদার অনুপস্থিতিও কমিয়ে দিল আইপিএলের আলো।