ব্যাট হাতে দারুণ উজ্জ্বল শান্ত
সুপার লিগের আগ পর্যন্ত ছিলেন না ডিপিএলের এবারের আসরের সেরা তিন ব্যাটসম্যানের মধ্যে। শেষ ছয়ের লড়াইয়ে হঠাৎই কি এক শক্তি ভর করল নাজমুল হোসেন শান্তর ওপর। আবাহনীর এই উদ্বোধনী ব্যাটসম্যান টুর্নামেন্টটা শেষ করলেন রান সংগ্রাহকের তালিকায় একদম উপরে থেকেই।
আজ বৃহস্পতিবার শান্তর ব্যাটে ‘অশান্ত’ হয়েছে বিকেএসপির মাঠে। ডিপিএলের এই আসরে আগেই পেয়েছিলেন তিনটি শতক। শিরোপা নির্ধারণের গুরুত্বপূর্ণে ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে হাঁকালেন আরেকটি। ১০৭ বলে ১১ চার আর দুই ছক্কায় শান্তর ব্যাট থেকে আজ এসেছে ১১৩ রান।
সব মিলিয়ে মাঠে নেমেছেন ১৬ ম্যাচে। চার শতক আর দুই অর্ধশতকের সংগ্রহ করেছেন ৭৪৯ রান। ৫৭.৬১ গড়ের সঙ্গে স্ট্রাইক রেটটা ৯৭.৫২। টুর্নামেন্টে তিনবার ছিলেন অপরাজিত।
গত প্রিমিয়ার লিগে নাসির হোসেনের নেতৃত্বেই শিরোপা জিতেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এবার আবাহনীর নেতৃত্বের ভারটা ছিল তাঁর কাঁধেই। দলে মাশরাফি বিন মুর্তজা থাকলেও তিনিই পেয়েছিলেন অধিনায়কত্বের দায়িত্ব। নিরাশ করেননি নাসির।
দলকে শিরোপা তো জিতিয়েছেনই, রূপগঞ্জের বিপক্ষে শান্তর সঙ্গে তিনিও দেখা পেয়েছেন শতকের। বরং নাসিরের ইনিংসটা ছাপিয়ে গেছে শান্তর শতককেও। ৯১ বলে ঝড়ো ১২৯ রানের ইনিংসে চার হাঁকিয়েছেন ১৫টি, ছক্কা চারটি।
১৬ ম্যাচে নামলেও এক ইনিংসে করেননি ব্যাটিং। ৩৫.৪০ গড়ে এই আসরে তাঁর রান ৫৩১। এক শতকের সঙ্গে অর্ধশতক পেয়েছেন তিনটি।