ইউরোপা লিগে আতলেতিকো-আর্সেনালের জয়
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল আতলেতিকো মাদ্রিদ-স্পোর্টিং সিপি ও আর্সেনাল- সিএসকেএ মস্কো। দুই ম্যাচেই ফেভারিট দল হিসেবে জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ ও আর্সেনাল।
আতলেতিকো মাদ্রিদ ও স্পোর্টিংয়ের ম্যাচ শুরু হতে না হতেই মাত্র ২৩ সেকেন্ডে আতলেতিকোর হয়ে প্রথম গোল করেন মিডফিল্ডার কোকে। প্রতিপক্ষের ভুলে স্ট্রাইকার ডিয়েগো কস্তা পাস দেন কোকের কাছে। এই মিডফিল্ডার বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান। ম্যাচের মাত্র ২৩ সেকেন্ডের গোল ইউরোপা লিগে আতলেতিকোর সবচেয়ে দ্রুততম সময়ের গোল।
কোকের পর আতলেতিকোকে দ্বিতীয় গোল পাইয়ে দেন অ্যান্তোনিও গ্রিজম্যান। ম্যাচের ৪০ মিনিটে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ফ্রান্সের এই তারকা। বিরতির পর অবশ্য দুদলই থাকে গোলবঞ্চিত। তবে আতলেতিকো ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ফলে ২-০ ব্যবধান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় আতলেতিকো মাদ্রিদকে।
কোয়ার্টার ফাইনালের অন্য খেলায় মস্কোকে এক প্রকার উড়িয়ে দিয়েছে আর্সেনাল। মস্কোর বিপক্ষে ১-৪ গোলে প্রথম লেগ জিতে নিয়েছে আর্সেনাল। আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন আলেসান্দ্রে লাকাজেত ও অ্যারন রামসি। এই ম্যাচের প্রথমার্ধেই যেন জেতার কাজ সেরে রাখার তাড়া ছিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের। ম্যাচের ৯, ২৩, ২৮ ও ৩৫—এই ২৬ মিনিটেই চার গোল করে আর্সেনাল। মস্কোর এক গোল পরিশোধ, সেটাও ছিল প্রথমার্ধে। ম্যাচের ১৫ মিনিটে গ্লোভিন মস্কোর পক্ষে একমাত্র গোল করেন। দ্বিতীয়ার্ধে দুদলই থাকে গোলশূন্য।
ফিরতি লেগে ১৩ এপ্রিল স্পোর্টিংয়ের মাঠে আতলেতিকো মাদ্রিদ এবং মস্কোর মাঠে মুখোমুখি হবে আর্সেনাল।