হুইলচেয়ার ক্রিকেটে বাংলাদেশের সাফল্য
শারীরিক অক্ষমতা হয়তো কেড়ে নিয়েছে স্বাভাবিক চলাফেরার শক্তি। কিন্তু স্বপ্ন ছুঁয়ে দেওয়ার ক্ষমতা কেড়ে নিতে পারেনি। হুইলচেয়ারে চড়ে ভারতকে তাদের মাটিতেই হারিয়ে সিরিজ জয়ের স্বপ্নকে সত্যে রূপ দিয়েছে বাংলাদেশ দল।
স্বাগতিক হুইলচেয়ার দলকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে ভারতের মাটিতে লাল-সবুজের পতাকা ওড়ালো বাংলাদেশ হুইলচেয়ার বাহিনী। মুম্বাইয়ে ভারতের ছুঁড়ে দেওয়া ১০২ রানের লক্ষ্য দুই ওভার আর সাত উইকেট হাতে রেখেই জিতে নেয় বাংলাদেশ।
প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল স্বাগতিক ভারত। তবে দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের জয়ে সমতা এনেছিল বাংলাদেশ। ফলে, বুধবারের শেষ ম্যাচটা হয়ে যায় ‘অঘোষিত ফাইনাল’। আর সেই ফাইনালে মিঠুর ব্যাটে ভর করে বাংলাদেশ জয় তুলে নেয় সাত উইকেটে।
অর্ধশতক হাঁকিয়ে মিঠু রয়ে যান অপরাজিতই। দশ চারে ৫০ রান এসেছে মিঠুর ব্যাট থেকে। অন্যদিকে উজ্জ্বলের সংগ্রহ হার-না-মানা ২৪ রান। মিঠুর হাতে তুলে দেওয়া হয় ম্যাচসেরার পুরস্কার। বাংলাদেশ দলের রিপনকে বেছে নেয়া হয় সিরিজ সেরা খেলোয়াড় হিসেবে।
দ্বিপক্ষীয় সিরিজ শেষে এবার বাংলাদেশ হুইলচেয়ার দলের পালা ত্রিদেশীয় সিরিজে মাঠে নামার। স্বাগতিক ভারত ও নেপালের বিপক্ষে দিল্লিতে সে সিরিজ শুরু হবে ১৩ এপ্রিল থেকে।