ওয়ার্নারের অভাব টের পাবে না হায়দরাবাদ

অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং কেলেঙ্কারিতে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য। জাতীয় দলের পাশাপাশি আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদও তাঁকে দল থেকে বাদ দিয়েছে। দলটির সফল অধিনায়ক ছিলেন ওয়ার্নার। দলের এই গুরুত্বপূর্ণ সদস্যর অনুপস্থিতিতে দলটা কতটা ক্ষতিগ্রস্ত হবে?
দলটির প্রধান কোচ টম মুডি অবশ্য ওয়ার্নারের অনুপস্থিতিতে দলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা দেখছেন না। তিনি আশ্বস্ত করেছেন, ‘এই তারকার অভাব দলে ‘খুব সামান্য’ প্রভাব ফেলবে। কারণ তারকানির্ভর দলটির সদস্যের মধ্যে সামঞ্জস্য রয়েছে। ওয়ার্নারের অভাব তেমন অনুভব করবেন না তাঁরা।
ভারতীয় ক্রিকেট বোর্ড কতৃক আইপিএলে ওয়ার্নারকে নিষিদ্ধ করার পর দলে অধিনায়কত্বের ভার দেওয়া হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের হাতে।
মুডি এক সাক্ষাৎকারে বলেন, ‘দলে আমাদের নির্ভরশীল অনেক তারকা খেলোয়াড় রয়েছেন যাদের একেক জনের একেক দায়িত্ব। আমরা অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ককে হারিয়েছি। কিন্তু অন্য একজন আন্তর্জাতিক ফরম্যাটের অধিনায়ককে তাঁর জায়গায় বসিয়েছি। এখনো আমাদের দলের ভারসাম্য বজায় আছে।’
তিনি আরো বলেন, ‘দলের বর্তমান অবস্থা নিয়ে আমি সন্তুষ্ট। আসলে ওয়ার্নারের ব্যাপারে আমাদের কিছুই করার ছিল না। তবে যা হয়েছে, আমাদের এখান থেকেই সামনে এগিয়ে যেতে হবে।’
নতুন অধিনায়ক কেনের প্রশংসাও করেছেন এই কোচ। তিনি বলেন, ‘আমরা উইলিয়ামসনকে এ বছর অধিনায়ক হিসেবে পেয়ে খুশি। নিউজিল্যান্ড দলের অধিনায়ক হিসেবে সে দারুণ দায়িত্ব পালন করেছে। কৌশলগত দিক থেকে সে পারদর্শী এবং আশা করি সে দলে দারুণ ভূমিকায় অবতীর্ণ হবে।’