ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ অস্বীকার মুনাফের
গতকাল শুক্রবার সকাল থেকেই ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে ভেসে বেড়িয়েছে একটাই খবর, ম্যাচ গড়পেটায় জড়িয়ে গেছেন ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এক ক্রিকেটার। নামটা প্রকাশ না করলেও সন্দেহের তীর গেছে পেসার মুনাফ প্যাটেলের দিকেই। তবে অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা মুনাফ স্রেফ উড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ।
ভারতের সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছিল রাজপুতানা প্রিমিয়ার লিগ (আরপিএল) নামের ওই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টটা আয়োজনই করেছে জুয়াড়িরা। আর জুয়াড়িদের সঙ্গে হাত মিলিয়ে বিশ্বকাপজয়ী দলের এক ভারতীয় ক্রিকেটার জড়িয়েছেন ম্যাচ ফিক্সিংয়ে।
সে সূত্র ধরেই বারবার এসেছে মুনাফের নাম। আর এমন অভিযোগ অস্বীকার তো করেছেনই ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। সাথে বিরক্তিও প্রকাশ করেছেন ভারতের হয়ে ১৩ টেস্টে মাঠে নামা মুনাফ।
সব অভিযোগ অস্বীকার করে ‘এএনআই নিউজ’কে মুনাফ জানিয়েছেন- তিনি কোনভাবেই জড়িত নন এমন কাণ্ডে। ডানহাতি এই পেসার বলেছেন, ‘এক বছর পর এমন নিউজ কেন উঠে আসল সে আমার জানা নেই। এর আগে কখনো এই লিগের কোনো ব্যাপারে আমার প্রসঙ্গ আসেনি। বুঝতেই পারছি না কী হচ্ছে।’
মূলত আরপিএলে এক বলে ১২ রান দরকার হওয়া এমন এক ম্যাচে ব্যাটিং পক্ষের জিতে যাওয়া নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। ঘটনাটি নজর কেড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের। পরে বিসিসিআইয়ের অনুরোধে আইনশৃঙ্খলা বাহিনী করেছিল তদন্ত।
সেই তদন্ত শেষে রাজস্থান পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করে ১৪ জনকে। তাদের সঙ্গে কথা বলার পরই উঠে আসে এক ক্রিকেটারের নাম যিনি ২০১১ সালের বিশ্বকাপ জেতা ভারতীয় দলের সদস্য ছিলেন।
তবে সেই ক্রিকেটার ঠিক কতটুকু জড়িত বা আদৌ জড়িত কি না, তেমনটা এখনো জানতে না পারায় প্রকাশ করা হয়নি তাঁর পরিচয়। সন্দেহভাজন সেই ক্রিকেটারটা যে ছিলেন মুনাফই সে বিষয়টা তাঁর অভিযোগ অস্বীকার করায় আপাতত বেশ পরিষ্কার।