এসেছিলেন খেলা দেখতে, ফিরলেন গান শুনে
একে তো ছুটির দিন, তার ওপর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ। আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। বড় আশা করে মাঠে খেলা দেখতে এসে অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কারণ বৃষ্টির কারণে দুটি ম্যাচের একটিও মাঠে গড়ায়নি।
অবশ্য খেলা দেখতে না পারার হতাশা দর্শকরা কিছুটা হলেও ভুলেছে আইয়ুব বাচ্চুর গান শুনে। বিকেল ৫টা থেকে বৃষ্টির মধ্যেই ব্যান্ড এলআরবির গান শুরু হয়। প্রায় দুই ঘণ্টা চলে সংগীতানুষ্ঠান। এই বৃষ্টির মধ্যেও দর্শকরা গানের তালে তালে নেচেগেয়ে আনন্দে মেতে থাকেন।
বেলা আড়াইটায় কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংসের মধ্যকার প্রথম ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আম্পায়াররা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বিকেল ৪টা ৫০ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন। তাই দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
বৃষ্টির কারণে একই দশা হয়েছে দ্বিতীয় ম্যাচেও। সন্ধ্যা সোয়া ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। রাত ৯টা ২৫ মিনিট পর্যন্ত ম্যাচটি মাঠে না গড়ানোয় আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন।