খুলনায় ফোর জি চালু করেছে গ্রামীণফোন
খুলনায় আনুষ্ঠানিকভাবে ফোর জি সেবা চালু করেছে গ্রামীণফোন। গতকাল রোববার সেরা সেবার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা শহরের কিছু এলাকায় ৪জি সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।
বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোনের পাঠানো সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার রাদে কোভাসেভিচ আনুষ্ঠানিকভাবে ফোর জি চালু করার ঘোষণা দেন। গ্রামীণফোনের হেড অব প্রোডাক্ট সৌরভ প্রকাশ এবং খুলনা বিজনেস সার্কেল প্রধান নাফিজ ইমতিয়াজ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে খুলনার শিববাড়ী মোড় এবং সোনাডাঙ্গা এলাকায় ফোর জি সেবা চালু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে খুলনার আরো এলাকা ফোর জি সেবার আওতায় আসবে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা এবং রাজশাহীর কিছু এলাকাতেও ফোর জি চালু আছে। বেশিরভাগ বিভাগীয় শহরে অচিরেই ফোর জি চালু হবে। প্রতিষ্ঠানটি থ্রি জির ক্ষেত্রে যেমন করেছিল এবারো একই রকম দ্রুতগতিতে ফোর জি বিস্তার করা হবে। আগামী ছয় মাসের মধ্যেই সব জেলা শহরে ফোর জি পৌঁছে যাবে।
ফোর জি সেবা চালু করার সময় রাদে কোভাসেভিচ বলেন, ‘গ্রামীণফোন খুলনার গ্রাহকদের জন্য সেরা সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফোর জির ক্ষেত্রেও এর কোন ব্যাতিক্রম হবে না। খুলনার মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসাগুলো ফোর জি চালু হওয়ায় বিপুলভাবে উপকৃত হবে।’
এর আগে গ্রামীণফোনকে ফোর জি পরিচালনার লাইসেন্স দেওয়া হয় । সম্প্রতি প্রতিষ্ঠানটি ১ হাজার ৮০০ ব্যান্ড ৫ মেগাহার্জ বেতার তরঙ্গ কেনার ফলে ফোর জি/এলটিই বিস্তারের জন্য সবচেয়ে কাঙ্খিত ব্যান্ডে সর্বাধিক স্পেকট্রাম হাতে পেয়েছে । এই নতুন স্পেকট্রাম এবং বিদ্যমান স্পেকট্রামে প্রযুক্তি নিরপেক্ষতা গ্রামীণফোনকে সেরা ফোর জি সেবা দেওয়ার ক্ষেত্রে একটি শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে। প্রযুক্তি নিরপেক্ষতার ফলে গ্রামীণফোন তার ৯০০, ১ হাজার ৮০০ এবং দুই হাজার ১০০ মেগাহার্জ ব্যান্ডের স্পেকট্রামে আরো দক্ষতার সাথে ভয়েস ও ডাটা সেবা দিতে পারবে।
সৌরভ প্রকাশ বলেন, ‘ফোর জি খুলনার ডিজিটালাইজেশনকে আরো এগিয়ে দেবে এবং গ্রামীণফোন তার আধুনিক নেটওয়ার্ক ও সেরা ফোর জি সেবা নিয়ে এতে সহায়তা দেবে।’
ফোর জি বিস্তারের সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের আধুনিকায়নের ফলে গ্রাহকরা এইচডি ভিডিও, লাইভ টিভি স্ট্রিমিং, ঝকঝকে ভিডিও কল আর দ্রুতগতির ডাউনলোড উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা *১২১*৩২৩২# ডায়াল করে জানতে পারবেন যে তাঁদের সিম ফোর জি উপযোগী কি না। যদি না হয় তাহলে কাছের সিম পরিবর্তন কেন্দ্র বা গ্রামীণফোন সেন্টারে গিয়ে সিম পরিবর্তন করতে অনুরোধ করা যাচ্ছে। এ ছাড়া তাঁদের একটি ফোর জি উপযোগী হ্যান্ডসেটও প্রয়োজন হবে।