ক্ষুধার্ত শিশুকে পুলিশের স্তন্যদান, কান্নায় ভেঙে পড়লেন বন্দি মা
চীনের একটি আদালতে শুনানি চলছিল এক নারী বন্দির। সে সময় ক্ষুধায় কান্নাকাটি শুরু করে তাঁর দুগ্ধপোষ্য শিশু। এ পরিস্থিতিতে ওই শিশুকে স্তন্যদান করেন সেখানে উপস্থিত পুলিশের এক নারী সদস্য।
গত ২৩ সেপ্টেম্বর জিংঝং শহরের একটি আদালতে এ ঘটনা ঘটে বলে।
ডেইলি মেইলের খবরে বলা হয়, স্তন্যদানকারী ওই নারী পুলিশ সদস্যের নাম হাও লিনা। মানবিক এ কাজের জন্য বিভিন্ন সংবাদমাধ্যমে লিনাকে প্রশংসা করে মন্তব্য করেছেন অনেকেই।
এ বিষয়ে লিনা বলেন, ‘আমিও সম্প্রতি মা হয়েছি। আমি বুঝতে পারি, ওই সময়ে একজন মা কতটা ব্যাকুল হয়ে পড়ে। আমি শুধু চিন্তা করছিলাম কীভাবে শিশুটিকে শান্ত করা যায়।’
লিনার স্তন্যদানের মুহূর্তটি তাঁর সহকর্মীরা ক্যামেরাবন্দি করেন। সেটি পরে আদালতের ওয়েবসাইটে পোস্ট করা হয়। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছবিটি ব্যাপক সাড়া ফেলে।
এদিকে পুলিশ সদস্যের এই মানবিক আচারণে আপ্লুত হয়ে পড়েন ওই শিশুর মা। আদালত ত্যাগের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ ধরনের পরিস্থিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিনা বলেন, ‘আমি মনে করি, সব পুলিশ সদস্যই (আমার জায়গায় থাকলে) এমনটি করতেন। আমি যদি ওই শিশুটির মা হতাম, তাহলে আমার সন্তানকেও এভাবে কেউ সাহায্যে এগিয়ে আসত বলে আশা করতাম।’