সৌদি আরবে কাঠের কারখানায় আগুন, নিহত ১০

সৌদি আরবের রিয়াদে একটি কাঠের কারখানায় লাগা আগুন নেভাচ্ছেন উদ্ধার কর্মীরা। ছবি : টুইটার
সৌদি আরবের রাজধানী রিয়াদে কাঠের কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন।
স্থানীয় সময় গতকাল শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
তবে আহত ও নিহতেদের পরিচয় প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি কারখানাটিতে আগুন লাগার কারণও জানায়নি মন্ত্রণালয়টি। ফলে নিহত ও আহত ব্যক্তিরা কোন দেশি সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আরব নিউজ জানিয়েছে, শুধু একটি টুইট বার্তার মাধ্যমে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বদর জেলায় সংঘটিত এই অগ্নিকাণ্ডের কথা জানিয়েছে।
ওই টুইটে অগ্নিকাণ্ডের ছবিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ওই কারখানায় কাঠ আগুনে জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। রাতভর চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।