পাঁচদিনে ৩৭ হাজার অভিবাসী গ্রেপ্তার সৌদি আরবে
সৌদি আরবে গত পাঁচদিনে বসবাসের অনুমতি না থাকায় (ইকামা) ও শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৩৬ হাজার ৬৫৬ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ‘আইন লঙ্ঘনকারী মুক্ত জাতি’ অভিযানের নামে দেশটিতে এই ধরপাকড় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম আরব নিউজ এই খবর জানিয়েছে।
এর মধ্যে বসবাসের অনুমতি না থাকায় ২২ হাজার ৮৫ জন, সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে ছয় হাজার ৮৭৪ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে সাত হাজার ৬৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিবাসীদের আশ্রয় ও পরিবহনে সহযোগিতা করার অভিযোগে ২৭ জন সৌদি নাগরিককেও গ্রেপ্তার করা হয়।
অভিযানে গ্রেপ্তার নয় হাজার ৩৪৯ জনকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এঁদের মধ্যে পুরুষ আট হাজার ৩৭১ জন ও নারী ৯৭৮ জন।
গত বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মানসুর আল তুর্কি এক সংবাদ সম্মেলনে জানান, ভিসা ছাড়া ১৪০টি দেশের প্রায় সাত লাখ ৬০ হাজার জন সৌদিতে অবস্থান করছেন। এঁদের মধ্যে পাকিস্তানের ২০ ভাগ, ১২ ভাগ মিসরীয়, ১০ ভাগ ইথিওপিয়ান, ১০ ভাগ ভারতীয়, সাত ভাগ বাংলাদেশিসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।
আট মাস আগে অবৈধভাবে বসবাসকারীদের দেশত্যাগের সময় বেঁধে দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সৌদি সরকার। সেই সময় শেষে যারা সৌদি আরব ত্যাগ করেনি, তাদের ধরতে নিরাপত্তা বাহিনীর এই অভিযান শুরু হয়।