রাষ্ট্রপতি বিধবা, তাই মন্দির ধোয়া হলো গঙ্গাজলে
রাষ্ট্রপতি বিধবা, তাই তাঁর মন্দির দর্শনের পর গোটা মন্দির গঙ্গাজল দিয়ে ধুয়ে শুদ্ধ করা হয়েছে। নেপালের বিখ্যাত জানকী মন্দিরে গত শুক্রবার এই ঘটনা ঘটে।
মন্দিরের দর্শনার্থী ও কর্তৃপক্ষের বরাত দিয়ে হিমালয়ান টাইমস জানায়, গত বৃহস্পতিবার ‘রাম-জানকী বিবাহ মহোৎসব’ উপলক্ষে মন্দির দর্শনে আসে নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি। নেপালের বিখ্যাত এই জানকী মন্দিরে প্রতিবছর রাম-সীতার বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হয়।
আর তাঁর চলে যাওয়ার পরই নাকি গঙ্গাজলে ধুয়ে মন্দির শুদ্ধ করা হয়েছে। তার কারণ নেপালের মহিলা রাষ্ট্রপতি বিধবা। নাম প্রকাশে অনিচ্ছুক মন্দিরের পুরোহিতের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জানকী মন্দিরের প্রচলিত প্রথা অনুযায়ী মন্দিরে শুভক্ষণে কোনো বিধবা প্রবেশ কিংবা পূজা দিলে অমঙ্গল হয়। তাই ‘পবিত্র’ গঙ্গাজলে ধুয়ে মন্দিরে ‘শুদ্ধি’ করা হয়েছে।
এদিকে রাষ্ট্রপতির সাথে এমন ‘অসভ্যতা’ করায় কড়া ব্যবস্থার দাবিতে সেখানে বিক্ষোভও দেখিয়েছেন অনেকে।
উল্লেখ্য, বিদ্যা দেবী ভাণ্ডারি নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি। সিপিএম-ইউএমএল দলের বিদ্যাদেবী গত অক্টোবরে নেপালি কংগ্রেস প্রার্থী কুল বাহাদুর গুরুংকে হারিয়ে প্রথমবারের মতো দেশটির নারী রাষ্ট্রপতি নির্বাচিত হন।