সৌদির ২৩ শতাংশ ছাত্রী মাদকাসক্ত
সৌদি আরবের মাধ্যমিক স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের মধ্যে মাদক আসক্তির প্রবণতা বাড়ছে। বর্তমানে দেশটির স্কুলপড়ুয়া ৩০ শতাংশ ছেলে ও ২৩ শতাংশ মেয়ে মাদকাসক্ত।
দেশটির জাতীয় যুব গবেষণা কেন্দ্রর এক সমীক্ষায় বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের মক্কা, যাজান, উত্তর সীমান্তসহ বেশ কিছু অঞ্চলে স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বেড়ে চলেছে।
সৌদির আল-মদিনা সংবাদপত্রের জরিপের তথ্য মতে, দেশটির বিভিন্ন স্কুলের ছাত্র, শিক্ষক ও পরিচালকদের মধ্যে মাদক গ্রহণের হার বেড়েছে। এই ভয়াবহ পরিণতি থেকে যুবকদের রক্ষা করতে হলে সচেতনতা বাড়াতে হবে।
সৌদি আরবের যুবকদের মাদকাসক্তি থেকে রক্ষা করতে দেশটির মাদক প্রতিরোধবিষয়ক অধিদপ্তরের পরিচালক মেজর নাসের বিন ইউসুফ আল-জাহরিন একটি কর্মসূচি গ্রহণ করেছেন। মাদকের ভয়বহতা শিরোনামে এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে স্কুলপড়ুয়া যুবকদের সরাসরি সচেতন করে তোলা।
নাসের বিন ইউসুফ আল-জাহরিন বলেন, ‘স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতন করে তোলাই আমাদের কর্মসূচির প্রধান উদ্দেশ্য।’