আসছে বিএমডব্লিউ টু সিরিজের গ্রান ট্যুরার

Looks like you've blocked notifications!
বিএমডব্লিউর প্রথম সেভেন সিটার হবে গ্রান ট্যুরার। ছবি : কার অ্যাডভাইস

বিএমডব্লিউর প্রথম সেভেন সিটার মিনিভ্যান হতে যাচ্ছে বিএমডব্লিউ টু সিরিজের গ্রান ট্যুরার। এ বছরের মার্চে জেনেভা মোটর শোতে গাড়িটি প্রদর্শন করা হবে বলে জানিয়েছে বিএমডব্লিউ কর্তৃপক্ষ।

ইউরোপের বাজার ধরতেই এমপিভি কাম ওয়াগনটি তৈরি করা হয়েছে। যাতে  পুরো পরিবার এক গাড়িতে করেই ঘুরতে যেতে পারবে।

গ্রান ট্যুরার মডেলটি চার হাজার ৫৫৬ মিলিমিটার লম্বা। ১৮০০ মিলিমিটার চওড়া এবং ১৬০৮ মিলিমিটার উঁচু গাড়িটিতে মালপত্র রাখার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে পেছনের দিকে। ৬৪৫ থেকে ৮০৫ লিটার বুট স্পেস রয়েছে। সিটগুলোকে প্রয়োজনে ভাঁজ করে রাখা যাবে জায়গা বাড়ানো বা কমানোর জন্য।

সিটগুলোকে ৪০:২০:৪০ অনুপাতে সাজানো হয়েছে। দ্বিতীয় সারির সিটগুলোতে ইলেকট্রনিক ফোল্ডিং সুবিধা রয়েছে। স্লাইড করেও সরিয়ে দেওয়া যাবে সিটগুলোকে। তৃতীয় সারির সিটগুলোকে ভাঁজ করে একেবারে নামিয়ে ফেলা যাবে। সেখানে রাখা যাবে মালপত্র। পেট্রল ও ডিজেল দুই জ্বালানিতেই চলবে গ্রান ট্যুরার।