পাঁচশ বছরের প্রাচীন ‘বেড় শিমুল’ গাছ ঘিরে কৌতূহল

পাঁচশ পুরোনো বিশাল আকৃতির একটি শিমুল গাছ দেখতে প্রতিদিনই শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শণার্থীর সমাগম হয়। এটি শেরপুর জেলা শহর থেকে ৩০ কিলোমিটার আর নকলা উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে নারায়ণখোলা বাজারে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।এই গাছের নিচে সারাক্ষণ লেগে আছে বিশ্বাসী মানুষদের আনাগোনা। এত বিশালাকৃতির এবং প্রাচীন শিমুল গাছ দেশের আর কোথাও নেই।...