‘জংলি’র শ্রতিমধুর গান ‘বন্ধুগো শোনো’

ঈদের সিনেমার প্রচার-প্রচারণা শুরু হয়েছে কবেই। সেই প্রচারণার ধারাবাহিকতায় আজ প্রকাশিত হলো ‘জংলি’ সিনেমার নতুন গান ‘বন্ধুগো শোনো’। টিজারের মত গানটিও দারুণ হয়েছে বলেছেন দর্শক শ্রোতারা। ইমরান ও কনার শ্রুতিমধুর গায়কীর পাশাপাশি গানের লোকেশন  ও সিয়াম-বুবলীর পারফর্মন্সের দারুণ প্রশংসা করেছেন। ‘জংলি’ সিনেমার সবগুলো গানই নন্দিত গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদের। একই সঙ্গে মোলো-রোমান্টিক এই গানটির সুর ও...