আমাদের একজন জ্যোতি আছেন...

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাফল্য অনেক বেশি নয়। ক্রিকেটের অভিজাত আঙ্গিনায় বাংলার মেয়েরা এখনও সংগ্রাম করছে। স্বল্প সামর্থ্যে মেয়েরা হারিয়েছে ভারত, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে। ১০ বছর পর জয় পায় টি-টোয়েন্টি বিশ্বকাপে। সবই হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে।বাংলাদেশের ক্রিকেটে জ্যোতি যেন আশার আলো। একজন অধিনায়ক, যিনি দল খারাপ খেললে সতীর্থদের সাহস দেন। ভালো করলে কৃতিত্বের ভার দেন...