৮-৮-৮ রুল কী?
২৪ ঘণ্টা সময়টা কিন্তু কম নয়। কিন্তু সবাই এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারেন না। তার নেপথ্যে অবশ্য নানাবিধ কারণ থাকে। যেমন অনেকেই সকালটাই শুরু করেন অনেকটা দেরিতে। ফলে যে সময়ে যে কাজ করার, তা আর করা হয়না। এতে এক এক করে সেগুলোও পিছাতে থাকে। আবার অনেকেই আছেন, যারা কাজের প্রতি নিবেদিতপ্রাণ। তাদের জীবনে খাওয়া-ঘুম আর কাজ ছাড়া কিছুর অস্তিত্ব নেই। বিশ্রাম নেওয়ার সময়টুকুও তারা কাজকেই উৎসর্গ করে দেন।...
সর্বাধিক ক্লিক