বৈদ্যুতিক উপকেন্দ্রে আগুন, যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা

যুক্তরাজ্যে বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হিথ্রো বিমানবন্দর ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (২১ মার্চ) সারাদি ন বিমানবন্দরটিতে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এএফপির। বিদ্যুৎ উপকেন্দ্রটি বিমানবন্দরের খুব কাছে এবং সেখান থেকেই বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে উপকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়।হিথ্রো...