যেসব বাইকে তেল লাগে কম

Looks like you've blocked notifications!
কম তেলে বেশি চলবে এসব বাইক। ছবি : সংগৃহীত

মোটরসাইকেল কেনার আগে বেশির ভাগ মানুষের একটাই চিন্তা থাকে, তেল কেমন খাবে? কম তেলে বেশি চলার সুনাম আছে ভারতে তৈরি বিভিন্ন মোটরসাইকেলের। এর মধ্যে হিরো, বাজাজ ও টিভিএস অন্যতম। বাংলাদেশেও এসব ব্র্যান্ডের মোটরসাইকেল বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণে এ রকম ১০টি মোটরসাইকেলের তালিকা দেওয়া হয়েছে, যেগুলো কম তেলে বেশি চলে। এসব বাইকের বেশির ভাগই ১০০ কিংবা ১১০ সিসির। ১০টি মোটরসাইকেলের মধ্যে সাতটি হিরো মটো করপোরেশনের তৈরি।

১. হিরো স্প্লেন্ডার আই স্মার্ট—১০২.৫০ কিলোমিটার/প্রতি লিটার

২. বাজাজ প্লাটিনা ইএস—৯৬.৯০ কিলোমিটার/প্রতি লিটার

৩. হিরো স্প্লেন্ডার প্রো—৯৩.২১ কিলোমিটার/প্রতি লিটার

৪. হিরো স্প্লেন্ডার প্রো ক্ল্যাসিক—৯৩.২১ কিলোমিটার/প্রতি লিটার

৫. বাজাজ ডিসকভার ১০০ সিসি—৯০.৩০ কিলোমিটার/প্রতি লিটার

৬. হিরো স্প্লেন্ডার এনএক্সজি—৮৯.০৪ কিলোমিটার/প্রতি লিটার

৭. হিরো এইচএফ ডন—৮৮.৫৬ কিলোমিটার/প্রতি লিটার

৮. হিরো এইচএফ ডিলাক্স—৮৮.৫৬ কিলোমিটার/প্রতি লিটার

৯. হিরো এইচএফ ডিলাক্স ইকো—৮৮.৫৬ কিলোমিটার/প্রতি লিটার

১০. টিভিএস স্টার স্পোর্ট : ডিউরো লাইফ—৮৭.৭০ কিলোমিটার/প্রতি লিটার