মারুতি সুজুকি সেলেরিও

Looks like you've blocked notifications!
মারুতি সুজুকি সেলেরিও। ছবি : এনডিটিভি

ডিজেল-চালিত ‘মারুতি সুজুকি সেলেরিও’ এ বছরের অন্যতম কাঙ্ক্ষিত গাড়ি। আগামী মাসে এটি বাজারে পাওয়া যাবে। এরই মধ্যে ভারতের মানসারে গাড়িটির উৎপাদন শুরু করেছে মারুতি সুজুকি।

অনেকদিন ধরেই ৮০০ সিসির ডিজেল ইঞ্জিন নিয়ে কাজ করছে মারুতি। প্রথমে ভাবা হয়েছিল গবেষণার পর ‘এলসিভি ওয়াই ৯টি’ মডেলে যোগ করা হবে ইঞ্জিনটি। পরে অবশ্য নির্মাতারা জানায় এই ইঞ্জিন প্রথম ব্যবহৃত হবে সেলেরিও মডেলের গাড়িতে।

নির্মাতা প্রতিষ্ঠান মারুতি সুজুকি জানিয়েছে, লিটারে ৩০ কিলোমিটার যাবে ডিজেল চালিত গাড়িটি। এটিকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে তেলসাশ্রয়ী গাড়ি। ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনে চলবে গাড়িটি।

ডিজেল ছাড়াও পেট্রোলে চালানো যাবে গাড়িটি।  তবে পেট্রোল চালিত গাড়িগুলোতে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন (এএমটি) সুবিধা থাকবে না।

ছোট গাড়ির ক্রেতাদের কাছে মারুতি সুজুকি খুবই জনপ্রিয়, বিশেষ করে ভারতের বাজারে। মারুতি সুজুকির অল্টো ও ওয়াগন আর মডেলের গাড়িগুলো বেশ জনপ্রিয়।