ঈদে ছয় দিন হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

Looks like you've blocked notifications!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম ছয়  দিন বন্ধ থাকবে। বন্দরের সংশ্লিষ্ট সংগঠনগুলি এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আজ সোমবার থেকে ২৪ জুলাই পর্যন্ত এই বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি হবে না।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদে বন্ধের বিষয়টি নিয়ে গতকাল রোববার বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্টদের নিয়ে সভা করেছি। সেখানে ছয় দিন বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে বন্ধের বিষয়টি আমরা ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে বকেটি পত্র দিয়ে জানিয়েছি। তারাও সম্মতি দিয়েছে।

আব্দুর রহমান লিটন আরও জানান, আগামী ২৫ জুলাই থেকে বন্দরের সব কার্যক্রম পুনরায় শুরু হবে। এর মাধ্যমে বন্দরে কর্মচাঞ্চল্যতা আবার ফিরে আসবে।

হিলি স্থলবন্দরের কাস্টমসের উপকমিশনার মো. কামরুল ইসলাম জানান, ব্যবসায়ীরা ছয় দিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে ঈদের সরকারি ছুটি পর্যন্ত কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজ-কর্ম শুরু হবে।

সরকারি ছুটির বাইরে আমাদের অতিরিক্ত ছুটি গ্রহণের কোনো সুযোগ নেই বলে তিনি জানান।