উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব বাড়ানোর তাগিদ এনবিআর চেয়ারম্যানের
পদ্মা সেতুর মতো দৃশ্যমান উন্নয়ন অব্যাহত রাখতে সবাইকে নিজেদের অবস্থান থেকে রাজস্ব বাড়ানোর তাগিদ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম। অন্যদিকে কর আদায়ে আইনকে আরো সহজীকরণের দাবি জানিয়েছে এফবিসিসিআই। আজ বৃহস্পতিবার ভ্যাট দিবসের অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
গত বছর বিভিন্ন খাতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধ করায় ৯ প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড।
ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহের প্রথম দিনে এমন আয়োজনে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বললেন, প্রকৃত অর্থে দেশকে ভালোবাসলে এবং পদ্মা সেতুর মতো সফলতা অর্জনে দরকার দায়িত্ব নিয়ে কর প্রদান।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিম বলেন, ‘যার যার সঠিকভাবে কাস্টম ডিউটি ভ্যাট দেওয়ার, সেটি দেন। তাহলে সমৃদ্ধিশালী সুন্দর একটি বাংলাদেশ আমরা রেখে যেতে পারব। অটোমেশনের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি এবং অনেকগুলো বাস্তবায়ন করেছি। এবং সামনের দিকে অনেকগুলো বাস্তবায়নের দিন আছে, খুব দ্রুতই সেগুলো আমরা বাস্তবায়ন করব।’
করের আওতা বাড়িয়ে এর হার কমিয়ে আনতে রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানায় ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই।
এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, 'স্টেক হোল্ডাররা এফবিসিসিআইয়ের হেল্পের ডট অর্গে সুনির্দিষ্ট যে পলিসি, চ্যালেঞ্জসগুলো পাঠায় সেটা নিয়ে আমরা এনবিআরের সঙ্গে যোগাযোগ করি। এখন আমরা ভ্যাট নিয়ে কাজ করছি। তাদেরকে একটা অনুরোধ করেছি, কাস্টম এবং ইনকাম ট্যাক্সের একটি কমিটি করার জন্য।’
সর্বোচ্চ ভ্যাট পরিশোধ করে সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতেও তাদের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।