এক হালি পেঁয়াজের দাম ২৮.৩৬ টাকা!

Looks like you've blocked notifications!
কারওয়ানবাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি ২২০ টাকা। এখানে এক কেজি পেঁয়াজ আছে। ছবি : এনটিভি

রেজাউল করিম নামের একজন ক্রেতা রাজধানীর কাওয়ানবাজারের পেঁয়াজ কিনতে গিয়ে হতভম্ব হয়ে গেলেন। একাধিক বিক্রেতার কাছে পেঁয়াজের দাম জানতে চাইলেন। দাম শুনে তিনি রীতিমতো হতাশ। অতিরিক্ত মেজাজ খারাপ নিয়ে সিদ্ধান্ত নিলেন দেশি পেঁয়াজ কেনার।

বুধবার রাত ১০টার সময় কারওয়ানবাজারে আব্দুল গাজী নামের এক খুঁচরা পেঁয়াজ বিক্রেতার দোকানে গিয়ে বললেন, ‘ভালো দেখে এক কেজি পেঁয়াজ দেন।’ এ কথা শুনে দোকানি জানতে চাইলেন, ‘কতটি দোকানে ঘুরে আবার আমার কাছে ফিরে আইলেন মামা?’

প্রশ্নের জাবাবে পাল্টা প্রশ্ন করে রেজাউল বলে উঠলেন, ‘এভাবে আর কত মারবেন আপনারা? এই দামে তো একটা দেশি মুরগি কিনে বাড়ি নেওয়া যাবে ভালোভাবে।’ ক্রেতার কথা শেষে আব্দুল গাজী বললেন, ‘মুরগি কিনলেও তো পেঁয়াজ কেনা লাগবে মামা! পেঁয়াজ ছাড়া মুরগির মাংস ভালো লাগবে না।’

ক্রেতা ও বিক্রেতা এভাবে কিছু সময় রসিকতা করলেন। পেঁয়াজ মাপা শেষে করিম বললেন, ‘এত টাকা পেঁয়াজের দাম নিচ্ছেন। আপনাকে একটু জ্বালাব। পেঁয়াজগুলো গুনব আমি। দাঁড়িপাল্লা থেকে ভালো স্থানে নামিয়ে রাখেন। কোনোভাবেই মাটিতে পেঁয়াজ রাখবেন না! এত টাকা দাম বলে কথা।’

ক্রেতাও মজা পেতে শুরু করেছেন। আব্দুল গাজী জানতে চাইলেন, ‘একটি পেঁয়াজ কত টাকা পড়ছে তাই হিসাব করবেন?’ রেজাউল করিম হ্যাঁ সূচক উত্তর দিয়ে মুচকি হাসি দিলেন।

বিক্রেতা মাপামাপি শেষ করে পেঁয়াজের বস্তার উপরে রাখলেন পেঁয়াজগুলো। এরপর ক্রেতা সব পেঁয়াজ লাইনে আকারে রেখে গুনলেন। এক কেজি পেঁয়াজ গুনে পেলেন ৩১ পিস! সঙ্গে লোহার বাটখারাটাও রাখলেন পেঁয়াজের পাশে। মুঠোফোনে একটি ছবিও তুললেন। এরপর হাসি দিয়ে পেঁয়াজগুলো উঠিয়ে ব্যাগে ভরে বাসার দিকে রওনা দিলেন ক্রেতা।

ওই সময় এই প্রতিবেদক সেখানে উপস্থিত ছিলেন। এনটিভি অনলাইনকে রেজাউল করিম বলেন, ‘২২০ টাকা দাম এক কেজি পেঁয়াজের। হয়েছে মাত্র ৩১ পিস। তাহলে প্রতিটি পেঁয়াজের দাম পড়েছে ৭টাকা ৯ পয়সা! তাহলে এক হালি পেঁয়াজের দাম পড়ল কত? ২৮ টাকা ৩৬ পয়সা! এটাই বাংলাদেশ।’