এপ্রিলের ১৪ দিনেই রেমিটেন্স ছাড়াল ৯৫ কোটি ডলার
চলতি এপ্রিল মাসের ১৪ দিনেই রেমিট্যান্স এসেছে প্রায় ৯৬ কোটি ডলার। প্রতিদিন এসেছে ছয় কোটি ৮৫ লাখ ডলার ৭৩২ কোটি ৬৪ লাখ টাকা। এর মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমেই এসেছে ৭৯ কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার। যদিও এই সময়ে সাত ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় দেশে আসেনি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি (এপ্রিল) মাসের ১৪ দিনে ৯৫ কোটি ৮৬ লাখ ৯০ হাজার ডলার প্রবাসী আয় এসেছে দেশে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৪২ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৬৮ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৯ কোটি ৪৩ লাখ ২০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তিন দশমিক ৩২ মিলিয়ন ডলার।
তবে, আলোচিত সময়ে সাত ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় দেশে আসেনি। এর মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।