কঠোর বিধি-নিষেধেও স্বাভাবিক হিলি বন্দরে আমদানি-রপ্তানি
আজ থেকে সারা দেশে কঠোর বিধি-নিষেধ শুরু হলেও সরকারের নির্দেশে স্বাভাবিক রয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সব কার্যক্রম। ফলে সকাল থেকে এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। চলছে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডের কাজও।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, সরকার হিলিসহ দেশের সব বন্দরের কার্যক্রম কঠোর বিধি-নিষেধের আওতার বাইরে রাখার ঘোষণা দিয়েছে। এর ফলে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি চালু রাখা হয়েছে।
ভারত থেকে যেসব পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে তার পরপরই জীবাণুমুক্ত করা হচ্ছে। দূর থেকে ঝুঁড়ির মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ভারতীয় ট্রাক থেকে কাগজপত্র সংগ্রহ করা হচ্ছে।
বন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, আজ থেকে সাত দিনের সারা দেশে কঠোর বিধি-নিষেধ শুরু হয়েছে। তাই সকাল থেকে প্রতিদিনের মতো হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। বন্দরে প্রবেশের পর ভারতীয় ট্রাকচালকদের আলাদা জায়গায় রাখা হচ্ছে। তাদের বাথরুম, পানি খাওয়ার স্থান আলাদা করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তাকর্মীরা তাদের সব সময় নজরদারি করছে। এছাড়া বন্দরের পানামা পোর্টের ভেতরে যারা প্রবেশ করছে তাদের সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ সাবান দিয়ে হাত ধোয়ার পর প্রবেশ করতে দেওয়া হচ্ছে।