চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬.৪ শতাংশ : বিশ্বব্যাংক
২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন-জিডিপি ছয় দশমিক চার শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার সকালে বিশ্বব্যাংকের ষান্মাষিক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়।
‘শিফটিং গিয়ার্স : ডিজিটাইজেশন অ্যান্ড সার্ভিস লেড ডেভেলপমেন্ট’ শীর্ষক এবারের প্রতিবেদনে আরও বলা হয়, করোনা মহামারিকালে বাংলাদেশ সরকারের নেওয়া অর্থনীতি পুনরুদ্ধারের বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছয় দশমিক নয় শতাংশ হতে পারে।
করোনা পরিস্থিতিতে এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপের মধ্যেও দক্ষিণ এশিয়ার সব দেশে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। তবে ঘুরে দাঁড়ানোর এই গতি সব দেশে সমান বা টেকসই নয় বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
চলতি ২০২১-২২ অর্থবছরে সরকার সাত দশমিক দুই শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির হিসাবে এই প্রবৃদ্ধি হতে পারে ছয় দশমিক আট শতাংশ।