‘দফায় দফায় অভিযানেও পেঁয়াজের দাম সহনীয় হচ্ছে না’

Looks like you've blocked notifications!
চট্টগ্রামের বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এক খুচরা দোকানদারকে জরিমানা করা হয়। ছবি : এনটিভি

চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারে দফায় দফায় অভিযানের পরও পেঁয়াজের মূল্য সহনীয় হচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের কয়েকটি খুচরা পেঁয়াজের বাজারে অভিযানের পর সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সেলিম হোসেন ও চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।

চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি বাজারে ভারতের পেঁয়াজ কেজিপ্রতি ১৪০ টাকা, মিয়ানমার ও মিশরের পেঁয়াজ ১১৫ থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি করার দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

গত মঙ্গলবার জেলা প্রশাসন পাইকারি ও খুচরা বাজারে পেঁয়াজের মূল্য নির্ধারণ করে দেওয়ার পরও বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রশাসন।