পোশাকখাতে প্রবৃদ্ধি কমে যাওয়ায় প্রতিযোগিতা বেড়েছে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘তৈরী পোশাকখাতে প্রবৃদ্ধি কমেছে। ফলে আমাদের প্রতিযোগিতা বেড়েছে। আমরা দামের কারণে প্রতিযোগিতায় যেতে পারছি না। এজন্য আমাদের ব্যবসায়ীরাই দায়ী। তারা অর্ডার পাওয়ার জন্য আন্ডারকাট করে দাম কমান। এর প্রভাব পড়ছে গোটা বাণিজ্যের ওপর।’
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে কক্ষে পোশাকশিল্পের বিদ্যমান সমস্যা নিয়ে আলোচনা শেষে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
আলোচনা সভায় অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যা মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএর সভাপতি রুবানা হকসহ ব্যবসায়ী নেতা ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তৈরী পোশাক খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি বড় খাত। এ খাতের বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা জরুরি। সবাইকে এ বিষয়ে নিজনিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে এলসির বিষয়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান করতে হবে।’