ফের বাড়ল বিদ্যুতের দাম

Looks like you've blocked notifications!

বিদ্যুতের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংবাদ সম্মেলন করে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়। একই সঙ্গে কমিশন আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বিদ্যুতের গড় দাম ইউনিট প্রতি ৪.৭৭ টাকা থেকে ৮.৪ শতাংশ বাড়িয়ে ৫.১৭ টাকা করা হয়েছে। এতে ইউনিটপ্রতি বাড়ানো হয়েছে ৪০ পয়সা। আগামী ১ মার্চ থেকে নতুন এই মূল্য কার্যকর হবে।  

লাইফ লাইনসহ বিদ্যুতের দামের জন্য ছয়টি ধাপে দাম বাড়ানোর বিষয়ে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাইফ লাইন শূন্য থেকে ৫০ ইউনিট পর্যন্ত ইউনিটপ্রতি ৩.৭৫ টাকা। প্রথম ধাপে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ৪.১৯ টাকা। দ্বিতীয় ধাপে ৭৬ ইউনিট থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৫.৭২ টাকা, তৃতীয় ধাপে ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ছয় টাকা, চতুর্থ ধাপে ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৬.৩৪ টাকা, পঞ্চম ধাপে ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ৯.৯৪ টাকা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১১.৪৬ টাকা।