মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৫ শতাংশ
চলতি বছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ গত আট মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, যা চলতি অর্থবছর ২০২১-২২-এর আগের মাসের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা ২০২১-২২ অর্থবছরের মার্চ মাসে ১৮৫ কোটি ৯৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা জুলাইয়ের পর থেকে সর্বোচ্চ, যখন ১৮৭ কোটি ১৪ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
মার্চ মাসে ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক—অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও বিডিবিএল পেয়েছে ৩৩ কোটি ৩৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক পেয়েছে তিন কোটি ৮ লাখ মার্কিন ডলার।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ১২ কোটি ১৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, জনতা ব্যাংক পাঁচ কোটি ৭৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, রূপালী ব্যাংক চার কোটি ৫৬ লাখ ৭০ হাজার ডলার, সোনালী ব্যাংক ১০ কোটি ৮০ লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং বেসিক ব্যাংক এক লাখ ৭০ হাজার মার্কিন ডলার পেয়েছে।
এ ছাড়া, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ১৪৮ কোটি ৭৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন।