সন্ধানী লাইফ ইনস্যুরেন্সে শোক সভা ও দোয়া মাহফিল

Looks like you've blocked notifications!
সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুজিবুল ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান  কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ  মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেইসঙ্গে দেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

দোয়া শেষে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সাংসদ ও সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু।

মুজিব কর্নারের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুজিবুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি এই জাতির ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। বঙ্গবন্ধুর জন্মদিনে মুজিব কর্নারের উদ্বোধন করতে পারলে ভালো লাগত। তবে করোনার কারণে সেই সময় করা সম্ভব হয়নি। কিন্তু মুজিব বর্ষে শেষ পর্যন্ত মুজিব কর্নার স্থাপন করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পেরে আমি এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের পরিবার অনেকটা স্বস্তি অনুভব করছি।’         

প্রধান অতিথি সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষ্যে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড দেশের অর্থনীতিতে অবদান রেখেছে এবং রাখবে। আমার বাবা আলহাজ মকবুল হোসেন বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি কাজ করেছেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বঙ্গবন্ধুকে বুকে লালন করেছেন। বাবা যখনি বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে কথা বলতেন আমরা অনুপ্রাণিত হতাম এবং সেই অনুপ্রেরণায় আমিও রাজনীতির মাঠে এই মহান নেতাকে অনুসরণ ও অনুকরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলেছি।’

অনুষ্ঠানে সন্ধানী লাইফ ইনস্যুরেন্সের সিইও (সিসি) নিমাই কুমার সাহাসহ সব কর্মকর্তা ও কর্মচারী  উপস্থিত ছিলেন।