৩৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি

Looks like you've blocked notifications!
ছবি : সংগৃহীত

রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ সোমবার থেকে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ টাকায় বিক্রি করছে।

টিসিবির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শেখাবুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর ৫০টি স্থানে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। ঢাকার বাইরের প্রতি বিভাগীয় শহরে ৫ থেকে ১০টি স্থানে পেঁয়াজ বিক্রি করছি আমরা। এ ছাড়া প্রতি জেলায় দুটি করে স্থানে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।’

গতকাল রোববার টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানিয়েছিলেন, তাঁরা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

হুমায়ুন কবির বলেন, ‘পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতি কেজি পেঁয়াজ সোমবার থেকে ৩৫ টাকায় বিক্রি হবে। দাম নিয়ন্ত্রণে আমরা রাজধানীতে আমদানীকৃত পেঁয়াজ ৪৫ টাকায় বিক্রি করতাম।’

টিসিবির বাজার পর্যবেক্ষণ অনুযায়ী, প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ রোববার বিক্রি হয়েছে ৬০ থেকে ১০০ টাকায় এবং স্থানীয় পেঁয়াজ ৯০ থেকে ১১০ টাকায় বিক্রি হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পর এর দাম বাড়তে শুরু করে। অন্য দেশ থেকে আমদানি এবং স্থানীয় পেঁয়াজ বাজারে আসার পর সম্প্রতি এ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যটির দাম কমতে শুরু করেছে।