৬ মাসের বেতন বকেয়া, রাজধানীর রাস্তায় শ্রমিকরা
রাজধানীর দক্ষিণখান এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন এক পোশাক কারখানার শ্রমিকরা। আজ শুক্রবার সকাল ৯টার দিকে অবরোধের ঘটনা ঘটে। তবে এখন শ্রমিকরা রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুালিশের (ডিএমপি) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামিম হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
শিকদার মো. শামিম হোসেন বলেন, ‘রেদওয়ান টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছিলেন সকাল ৯টার দিকে। শ্রমিকদের দাবি, তাঁদের ছয় মাসের বেতন দেওয়া হয় না। ফলে তাঁরা সংসার খরচ চালাতে পারছেন না।’
শামিম হোসেন বলেন, ‘আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। মালিকপক্ষের লোকজন আমাদের সঙ্গে দেখা করতে আসছেন। দেখা যাক, কী হয় শেষ পর্যন্ত।’
সড়ক অবরোধ করার পর সংশ্লিষ্ট এলাকায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।