জানালেন আইনমন্ত্রী

বিনিয়োগ টানতে আইনের সংস্কার হবে

Looks like you've blocked notifications!
আজ শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ইকোনমিস্ট ফোরামের তৃতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি

বিনিয়োগ এবং বিনিয়োগের পরিবেশ সৃষ্টিতে আইনের সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ শনিবার সকালে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং একাডেমিতে বাংলাদেশ ইকোনমিস্ট ফোরামের তৃতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘মানুষের জন্যই আইন, তাই দরকারে আইনের পরিবর্তন করতে বর্তমান সরকার সব সময় সচেষ্ট।’

এই মুহূর্তে দেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো জানিয়ে আনিসুল হক বলেন, বর্তমান সরকার দেশকে যেভাবে পরিচালনা করছে তাতে বাংলাদেশ অচিরেই অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচালিত হবে।

কনফারেন্সে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিভিন্ন ব্যাংকের প্রধানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।