ডিএসইতে লেনদেন কমেছে ২৮৭ কোটি টাকা

Looks like you've blocked notifications!

সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের তুলনায় ২৮৭ কোটি ৭২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। দুই শেয়ারবাজারে সূচকে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ৪১৬ কোটি ৮৩ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ২৮৭ কোটি ৭২ লাখ টাকা কম। গত বুধবার ডিএসইতে এক হাজার ৭০৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানির মিউচুয়াল ফান্ড ও  শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিকে, ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৩৪২ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৪৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯১০ পয়েন্টে।

অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৩৫ পয়েন্টে। সিএসসিক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৯৪৫ পয়েন্টে। সিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১৪ হাজার ২৬৪ পয়েন্টে, সিএসই৫০ সূচক ১ পয়েন্টে বেড়ে এক হাজার ১৮৯ পয়েন্টে এবং সিএসআই শরিয়াহ সূচক দশমিক ৭২ পয়েন্ট কমে এক হাজার ১২৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৫টি কোম্পানির মিউচুয়াল ফান্ড ও শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।