গ্রামীণফোনের ৬৫% চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বড় মূলধনি কোম্পানি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৬৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ নিয়ে কোম্পানিটির নগদ মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ১৬০ শতাংশ। এর মধ্যে ৯৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ এরই মধ্যে পরিশোধ করা হয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে এক হাজার ৯৮০ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৪ টাকা ৬৭ পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৩ টাকা ২৩ পয়সা ও শেয়ারপ্রতি নগদ তারল্যপ্রবাহ ২৩ টাকা ১৫ পয়সা।
আগামী ২১ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ তে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ফেব্রুয়ারি।
কোম্পানি সত্তা (এনটিটি) মূল্যায়নে গ্রামীণফোন ‘এএএ’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ কোম্পানিটি সার্বিকভাবে ভালো অবস্থায় রয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
২০১৩ সালের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই হিসাব বছরে এর মুনাফা হয় এক হাজার ৪৭০ কোটি ১৫ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ১০ টাকা ৮৯ পয়সা।
গত দুই বছরের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১৪১ টাকা ও সর্বোচ্চ ৩৯৮ টাকা ৬০ পয়সা। গতকাল রোববার এর দাম ছিল ৩৪০ টাকা ১০ পয়সা। আজও এর দরে ঊর্ধ্বগামী প্রবণতা রয়েছে।