বেড়েই চলছে ডিএসইর প্রধান সূচক

Looks like you've blocked notifications!

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কার্যদিবস ধরে বেড়েই চলছে প্রধান সূচক।

আজ মঙ্গলবার ডিএসইএক্স সূচক ৩৮ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭০৮ পয়েন্টে । এদিন দেশের উভয় বাজারে সূচক বাড়লেও কমেছে লেনেদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। 

ডিএসই সূত্রে জানা যায়, টানা পাঁচ কার্যদিসে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ১৭৪ পয়েন্ট। গত ১৮ জানুয়ারি ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৫৩৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে দুই হাজার ১৩ কোটি ৪৪ লাখ টাকার। এটা আগের দিনের তুলনায় ১৬৭ কোটি ৩৪ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল সোমবার দুই হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর।

এদিন ডিএসইএক্স সূচক ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪০ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএএসপিআই সূচক ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০৭ পয়েন্টে। সিএসসিক্স সূচক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪১ পয়েন্টে। সিএসই৩০ সূচক ১৭৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ২৯১ পয়েন্টে, সিএসই৫০ সূচক ২১ পয়েন্টে বেড়ে এক হাজার ৩০৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।