বাজেট
পুলিশে সৃষ্টি হবে আরো ৫০ হাজার পদ
আকারে বড় হচ্ছে পুলিশ বাহিনী। এখন পর্যন্ত ৩১ হাজার ২৪১টি পদ সৃষ্টি করা হয়েছে। এ বাহিনীকে শক্তিশালী করতে আরো ৫০ হাজার পদ তৈরি করা হবে। চলতি বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পাঠ শুরু করেন অর্থমন্ত্রী। টানা সপ্তমবারের মতো বাজেট উপস্থাপন করছেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘জনগণের জানমালের নিরাপত্তা বিধান ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উপযোগী পরিবেশ সুনিশ্চিত করতে আমরা নানামুখী পদক্ষেপ নিয়েছি। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, সিকিউরিটি ও প্রটেকশন ব্যাটালিয়ন এবং জঙ্গি দমনে পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজম প্রতিষ্ঠা, উল্লেখযোগ্য সংখ্যক পদসৃজন ও পদ উন্নীতকরণ, প্রযুক্তি সক্ষমতার উন্নয়ন, দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির ব্যাটালিয়নগুলোতে ডেটা সুবিধা সম্প্রসারণ ইত্যাদি। বিশেষ করে পুলিশ বাহিনীকে শক্তিশালী করার জন্য এ পর্যন্ত মোট ৩১ হাজার ২৪১টি পদ সৃজন করা হয়েছে এবং আরো ৫০ হাজার পদসৃজনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া, আমরা ফায়ার স্টেশনবিহীন ১৫৬টি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ প্রকল্প গ্রহণ করেছি। ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার নির্মাণের কাজ এগিয়ে চলছে। একই সাথে কারারক্ষীসহ কারা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে ‘কারা প্রশিক্ষণ একাডেমি’ নির্মাণ এবং ‘কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট’ স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’
মুহিত আরো বলেন, ‘উন্নত প্রশিক্ষণ, আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তিনির্ভর সমরসম্ভার সংগ্রহ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর মাধ্যমে আমরা সেনা-নৌ-বিমান ও সীমান্তরক্ষী বাহিনীর সামর্থ্য ও কার্যক্ষমতা বৃদ্ধি করে চলছি। এরই মধ্যে জাতীয় প্রতিরক্ষা নীতির একটা খসড়া প্রণয়ন করেছি, যা অচিরেই চূড়ান্ত করা হবে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে আমাদের সাফল্যের ফলে জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ শীর্ষ অবস্থানে রয়েছে।’