শেয়ারবাজারের সূচক নিম্নমুখী, কমেছে লেনদেন

Looks like you've blocked notifications!

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসেও দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী ভাব দেখা গেছে। এ দিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির মিউচুয়াল ফান্ড ও শেয়ার দর। 

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার লেনদেন হয়েছে এক হাজার ৭৪ কোটি ৫১ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৬২ কোটি ৬৩ লাখ টাকা কম। গতকাল রোববার এক হাজার ১৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। 

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার দর।

এদিন ডিএসইর প্রধান সূচক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪২১ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৭৮ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ওই স্টক এক্সচেঞ্জের সূচক ২০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৮৫ পয়েন্টে। সিএসসিক্স সূচক ১১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ পয়েন্টে। সিএসই৩০ সূচক ২১২ পয়েন্ট কমে ১৪ হাজার ৬৮৪ পয়েন্টে, সিএসই৫০ সূচক ১৪ পয়েন্টে কমে এক হাজার ২৩৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ১৪১ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির শেয়ার দর।