বস্ত্র খাতবান্ধব বাজেট হয়নি : বিজিএমইএ
প্রস্তাবিত বাজেট বস্ত্র খাতবান্ধব হয়নি বলে মন্তব্য করেছে এ খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনগুলো। আজ শুক্রবার সকালে বিজিএমইএ ভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান ব্যবসায়ী নেতারা। তাঁরা বলেন, বাজেটে রপ্তানি মূল্যের ওপর উৎসে করহার ১ শতাংশ করার প্রস্তাব এ শিল্পের বিকাশকে ঝুঁকিতে ফেলবে।
urgentPhoto
দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক। আগামী ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাত সংশ্লিষ্ট বেশ কিছু প্রস্তাবের বিপক্ষে ব্যবসায়ীরা। বিশেষ করে রপ্তানি মূল্যের ওপর উৎসে কর হার দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করার প্রস্তাবে উদ্বিগ্ন তাঁরা। তাঁদের দাবি, এই হার আগের মতোই রাখা হোক। এ ছাড়া, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ হারে শুল্ক আরোপের প্রস্তাবে হতাশ তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা।
তৈরি পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘বাজেটের প্রস্তাবনার সবচেয়ে ক্ষতি হবে যে খাতটি সেটা হচ্ছে রপ্তানিমুখী পোশাক ও বস্ত্র খাত। এটি টেক্সটাইলবান্ধব বাজেট হয়নি। উৎসে করহার বর্তমানে যা আছে, তা আরো কমানো না হলেও অন্তত অপরিবর্তিত রাখা হবে-এইটাই ছিল আমাদের প্রত্যাশা।’
ব্যবসায়ী নেতারা জানান, তৈরি পোশাকশিল্পের সংস্কারের জন্য, স্বল্প সুদে ঋণ বাবদ বাজেটে বরাদ্দ রাখা উচিত ছিল। এ ছাড়া অগ্নিনির্বাপক, নিরাপত্তা ও বিদ্যুৎসাশ্রয়ী পণ্যে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাবের বিপক্ষে ব্যবসায়ী নেতারা।