সোনালী ব্যাংকের কর্মকাণ্ডে হতাশ অর্থমন্ত্রী

Looks like you've blocked notifications!
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আজ রোববার সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি : এনটিভি

খেলাপি ঋণ এবং বিভিন্ন বিষয়ে সোনালী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকাণ্ডে হতাশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে এই হতাশার কথা জানান অর্থমন্ত্রী।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘সোনালী ব্যাংকের বিভিন্ন সূচক যদি আমরা দেখি তাহলে আশান্বিত হওয়ার বিশেষ কোনো সুযোগ নেই। আমি তাদের টার্গেট দিয়েছি, আগামী দুই বছরের মধ্যে দেশের শ্রেষ্ঠ ব্যাংক হতে হবে।’

ব্যাংকিং খাতের দুর্বলতা সরকার এড়িয়ে যাচ্ছে না জানিয়ে আবুল মাল আবদুল মুহিত বলেন, রক্ষণশীলভাবে এগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে। চলতি সরকারের মেয়াদের শেষ দিকে ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, ‘সোনালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ সব থেকে বেশি। আমার ধারণা, এই খেলাপি ঋণ আদায়ের ব্যাপারেও খুব আশাব্যঞ্জক চিত্র নেই।’

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বড় সোনালী ব্যাংক। সারা দেশে ব্যাংকটির এক হাজার ২০৭টি শাখা আছে, যার মধ্যে ৩৭০টিই লোকসানি শাখা। এছাড়া ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণও অন্য সব ব্যাংকের চেয়ে বেশি। ব্যাংকটির মূলধনেও আছে বড় ধরনের ঘাটতি। বার্ষিক সম্মেলনে তাই ব্যাংকটির সমালোচনাই বেশি করেছেন আমন্ত্রিত অতিথিরা।