ডিএসইর প্রধান সূচক ৯৬ পয়েন্ট বেড়েছে

Looks like you've blocked notifications!

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে মূল্য সূচকের বড় ধরনের উত্থান লক্ষ করা গেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। আজ ডিএসইতে প্রধান সূচক ৯৬ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৮৯৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ২৭৮ কোটি ৪২ লাখ বেশি। গতকাল ডিএসইতে ৬২০ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৮১টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি কোম্পানির।

এদিকে ডিএসইএক্স সূচক ৯৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৯৩ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৫১ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসই সিএএসপিআই ৩৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৯০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।