৯২টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
গত বছর বিশ্বের ৯২টি দেশে ওষুধ রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ বৃহস্পতিবার সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরণের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদার ৯৭ শতাংশ পূরণ করে বিদেশে ওষুধ রপ্তানি করা হচ্ছে। প্রতিবছরই রপ্তানি বাড়ছে।
বাসস জানিয়েছে, সরকারি দলের সংসদ সদস্য তাজুল ইসলামের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, চলতি বছরের পাঁচ মাসে ৩৪১টি ভেজাল ও নকল ওষুধ উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাসিম বলেন, ওষুধ আইন লঙ্ঘনের দায়ে মাঠপর্যায়ে কর্মকর্তারা ড্রাগ কোর্টে এবং ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করাসহ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত পাঁচ মাসে ৩১৪টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ ৪৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। এ-সংশ্লিষ্ট ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বিপুল পরিমাণ ভেজাল ও নকল ওষুধও ধ্বংস করা হয়েছে।