শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন
দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের বড় পতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেন হওয়া ৭৫ শতাংশ শেয়ার দাম হারিয়েছে। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৯৭ কোটি ৬৪ লাখ টাকা। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচক ও লেনদেন উল্লেখযোগ্য পরিমাণ কমেছে।
ডিএসইতে আজ ৩১২টি কোম্পানির ১০ কোটি ২৭ লাখ ৪১ হাজার ৯১৮টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৫৩ কোটি দুই লাখ ৮২ হাজার ২১৬ টাকা, যা আগের দিনের চেয়ে ৯৭ কোটি ৬৪ লাখ টাকা কম। লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত ছিল ২৫টির।
ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৬১.৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪৫৩.৩৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৩.৮১ পয়েন্ট কমে ১৭২০.৪৯ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১১.৭৩ পয়েন্ট কমে ১০৮৭.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে সাত কোটি ৮২ লাখ টাকা কম। লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত ছিল ১৮টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ২২৪ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো—গ্রামীণফোন, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো লিমিটেড, কেপিসিএল, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফ্যামিলিটেক্স, ইউনাইটেড পাওয়ার ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো—ঢাকা ডায়িং, হাক্কানী পাল্প, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গোল্ডেন হারভেস্ট, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, ডাচ-বাংলা ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিকস, আলহাজ টেক্সটাইল ও মার্কেন্টাইল ব্যাংক।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো—এশিয়ান ইন্স্যুরেন্স, এফবিএফ আইএফ, আইসিবি এমপ্লয়িজ মি. ফা-১ স্কিম-১, ইউনাইটেড এয়ার, শাহজীবাজার পাওয়ার, ইফাদ অটোস, আইসিবি প্রথম এনআরবি, লংকাবাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত ও মাইডাস ফাইন্যান্স।