ডিএসই ও সিএসইতে সূচকের পতন

Looks like you've blocked notifications!

টানা পাঁচদিন উত্থানের পর আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২৮৪ কোটি ১৬ লাখ টাকা। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে এক হাজার এক কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৮৪ কোটি ১৬ লাখ টাকা কম। গতকাল রোববার ডিএসইতে এক হাজার ২৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর।

এদিকে ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে পাঁচ হাজার ৬৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩০৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৪৩ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৬২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৪৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।