সূচক বাড়লেও কমেছে লেনদেন

Looks like you've blocked notifications!

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতা লক্ষ করা গেছে। তবে কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার দর।

এদিন অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৯৬৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি ৫৩ লাখ টাকা কম। গতকাল রোববার ডিএসইতে এক হাজার এক কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর।

এদিকে, ডিএসইএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৮১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৪৩ পয়েন্টে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। আজ সিএসইতে ৬৭ কোটি দুই লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬০৮ পয়েন্টে। আজ সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ারের দাম।